সিলেটটুডে ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:৩৪

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মেসেঞ্জার’স অব পিস’র জেলা গ্যাদারিং

বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভারের আয়োজনে ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠিত হলো মেসেঞ্জার’স অব পিস-এর জেলা গ্যাদারিং।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর এম. হাবিবুর রহমান লাইব্রেরির হলে এ গ্যাদারিং অনুষ্ঠিত হয়।

প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ কমিটির সভাপতি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নন্দলাল শর্মা।

বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা রোভারের সম্পাদক মো. মবশ্বির আলী, কমিশনার জহির উদ্দিন আমিন, কোষাধ্যক্ষ মোস্তফা শাহজামান চৌধুরী, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক উনুচেন মারমা, মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের লিডার নওসাদ আহমেদ চৌধুরী, সিলেট মুক্ত মহাদলের আরএসএল মো. গালিব রহমান ও তোফায়েল আহমেদ তুহিন, মৌলভীবাজার জেলা রোভারের সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতর থেকে দুজন প্রশিক্ষক দিনব্যাপী কয়েকটি সেশনের মাধ্যমে মেসেঞ্জার’স অব পিস-এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। দিন শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

সমাপনী বক্তব্যে বক্তারা জেলা গ্যাদারিং-এর আয়োজন করার জন্য ক্যাম্পাস ব্যবহার করতে দেওয়ায় ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মন্তব্য

আলোচিত