নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০১৮ ১৬:৩২

স্বাধীনতা ও জাতীয় দিবসে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে  লিডিং ইউনিভার্সিটি এক ব্যাপক কর্মসূচি নিয়েছে।

কর্মসূচির মধ্যে ২৬ মার্চ (সোমবার) সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও দক্ষিণ সুরমার রাগীবনগরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণ হতে আনন্দ শোভাযাত্রা এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

এর পর সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের গ্যালারি-১ এ এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

অনুষ্ঠানসমূহে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত