সিলেটটুডে ডেস্ক

১০ এপ্রিল, ২০১৮ ১৮:৫৮

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘টিচ লিটারেচার এস পারফর্মেন্স’  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) ইউনিভার্সিটির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং কী-নোট স্পীকার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর তাহমিনা আহমেদ উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও লিডিং  ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুম্পা শারমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন প্রফেসর ড. গাজী আব্দুল্লাহেল বাকী প্রমুখ।

সেমিনারে লিডিং ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল  কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আই কিউ এ সি) এর ডিরেক্টর মো: রেজাউল করিম, ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত