শাবি প্রতিনিধি

১০ এপ্রিল, ২০১৮ ২২:২৫

কোটা ব্যবস্থার সংস্কার চান শাবিপ্রবি উপাচার্য

ফাইল ফটো

দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনকে যৌক্তিক বলে দাবি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে মেধাবীদের প্রয়োজন। মেধাবীরা সামনে এগিয়ে আসলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। তাই আমি চাই মেধার যথাযথ মূল্যায়ন করা হোক।

মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধ্যায় তার কার্যালয়ে আলাপকালে এ দাবি করেন উপাচার্য।

তিনি বলেন, ছেলেদের যৌক্তিক দাবি সরকার অবশ্যই বিবেচনা করবে। এটা সর্বজন স্বীকৃত।

তিনি আরো বলেন, মেধাবীরা যেন তাদের মেধার স্বাক্ষর রাখতে পারে, সে সুযোগটা তারা পাবে। আশাকরি দেশের স্বার্থে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে পুলিশি হামলা প্রসঙ্গে উপাচার্য বলেন, ছাত্রদের ওপর হামলা কিছুতেই সমর্থন করিনা। এটা একেবারেই অগ্রহণযোগ্য, অনভিপ্রেত। পুলিশ কাজটা ঠিক করেনি।

একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে দুর্বৃত্তদের হামলার নিন্দা জানান তিনি।

উপাচার্য আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি পর্যালোচনার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত