১৯ ফেব্রুয়ারি , ২০২০ ২১:৫১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় তানজিম হাসান সাকিবকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এসময় তানজিম হাসান সাকিব ও অতিথিদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এরপরে ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে তানজিম হাসান সাকিব বলেন, ২০ বছর পরে আমরা এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে এসেছি। এটা বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। এ অর্জনের পরে সবার যে ভালোবাসা, সবার যে অনুপ্রেরণা পেয়েছি ও সবার আন্তরিকতা পেয়েছি তা সত্যই অসাধারণ। এক কথায় বলবো আমাদের খুব ভালো লাগছে যে দেশের মানুষ আমাদের এতো ভালোবাসছে। আমরা দেশের কিছু দিতে পারছি এটার কারণে আমরা আসলেই গর্বিত।
তিনি আরও বলেন, আমরা টিমের ক্রিকেটার সবাই বলাবলি করতেছিলাম। আসলেই আমাদের কাছে মনে হয় নাই যে আমরা অনেক বড় কিছু অর্জন করেছি। তবে দেশের মানুষের ভালোবাসায় মনে হয়েছে যে, আসলেই দেশকে কিছু দিতে পেরেছি।
এসময় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, মুশফিকুর রহমান ভূঁইয়া ছাড়াও শাবি শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য