সিলেটটুডে ডেস্ক

৩০ মার্চ, ২০২০ ১৫:৪৯

লিডিং ইউনিভার্সিটির দূরশিক্ষণের অগ্রগতি নিয়ে উপাচার্যের সভা

লিডিং ইউনিভার্সিটির দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে পরিচালিত পাঠদানের মান নির্ণয় করার লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং অফিস প্রধানদের সাথে এ শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক।

আলোচনায় আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমদ দীন, রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম পিএসসি, প্রক্টর মো. রাশেদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত