০৫ এপ্রিল, ২০২০ ১৩:৫৯
লিডিং ইউনিভার্সিটির ব্যবস্থাপনায় রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের উদ্যোগে করোনাভাইরাস সংক্রমে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের কামাল বাজার এলাকার তিন শতাধিক শ্রমজীবী ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর সহায়তায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) বনমালী ভৌমিক।
এ সময় বোর্ড অব ট্রাস্টিজের সচিব মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. কাওসার হাওলাদার ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর হোসাইন উপস্থিত ছিলেন।
বিতরণ করা প্রত্যেক প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১ কেজি আটা ও ১ কেজি লবন।
ইতিপূর্বে ড. সৈয়দ রাগীব আলী দুঃস্থ-অসহায় এলাকা বাসিদের মধ্যে নগদ অর্থ ও কয়েকশ মাস্ক বিতরণ করেছেন।
বাংলাদেশসহ সমগ্র বিশ্ববাসী অচিরেই করোনা মহামারী থেকে মুক্ত হবে এ কামনা করে উপাচার্য বনমালী ভৌমিক বলেন, এই দুর্দিনে সামর্থ্যবান প্রত্যেকে নিজ-নিজ অবস্থান থেকে সমাজের কর্মহীন দিনমজুর ও অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে আমাদের সবাইকে সামাজিক দূরত্ব ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। সবার সহযোগিতা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ অনুযায়ী জনসচেতনতার মাধ্যমেই আমরা করোনা মোকাবেলা করতে এবং বৈশ্বিক মহামারী থেকে রক্ষা পেতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মন্তব্য