শাবি প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২০ ১৫:৫০

আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশসেরা শাবি

আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর টিম 'ম্যাটার ম্যাটারস'। এছাড়া বিশ্বে ১৭তম স্থান করেছে এই দল।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন টিমের সদস্য ওয়াসিম কামাল।

এই টিমের সদস্যরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম কামাল, আবরাব ফাইয়াজ, শাহনিল জুলকারনাইন, রাকিব ও একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এহসান উল্লাহ।

প্রতিযোগিতা সম্পর্কে টিমের সদস্য ওয়াসিম কামাল বলেন, এ প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে ২৪ ঘন্টা সময় দেওয়া থাকে। এই সময়ের মধ্যে বা এর আগে পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর সমস্যা দেয়া থাকে এবং এর সমাধান করে ওয়েবসাইটে আপলোড করতে হয়।

তিনি আরও জানান, গত ২৫ ও ২৬ জানুয়ারি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

ম্যাসাচুসেটস ইন্সটিউট অব টেকনোলজির (এমআইটি) পিএইচডি গবেষকদের উদ্যোগে এ তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত