০৪ মে, ২০২০ ১৬:১২
হে আমার বিশ্ববিদ্যালয়-
তোমাকে অনেক ভালোবাসি আমি।
তুমি কেন ভুলে যাও তুমি স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান?
তুমি কেন ভুলে যাও তুমি কোন মন্ত্রীর হাতের পুতুল নও?
তুমি কেন ভুলে যাও মন্ত্রী যেভাবে নাচাবে সেভাবে নাচা তোমার সাজে না?
হে আমার বিশ্ববিদ্যালয়-
তোমাকে অনেক ভালোবাসি আমি।
তুমি কেন ভুলে যাও তোমার থেকে মাত্র কয়েক কদম দূরে সগর্বে দাঁড়িয়ে আছে তোমারই এক ভাই- ঢাকা বিশ্ববিদ্যালয় যার নাম;
যার স্বায়ত্তশাসনের ছায়াতলে সেদিন মুক্তপ্রাণের বান ডেকেছিলো
বান ডেকেছিলো বলেই আমরা পেয়েছিলাম একটি লাল-সবুজ পতাকা
পেয়েছিলাম স্বাধিকার থেকে স্বাধীনতা।
পাকিজান্তবেরাও সেদিন কণ্ঠরোধ করতে চেয়েছিলো। পারেনি।
এই স্বায়ত্তশাসনের বলেই তুমুলোদ্যম কণ্ঠ খুলে বাতাসে বজ্রমুঠি ছুড়ে স্লোগান তুলেছিলো আমারই পূর্বপুরুষেরা
গগনবিদারী সেই চিৎকারে একে একে এসেছিলো '৫২ '৬৬ '৬৯ আর সর্বশেষে '৭১
কোনটাতেই তারা আমার পূর্বপুরুষদের থামাতে পারেনি, দমাতে পারেনি একটুকুও
আমরা তো সেই পূর্বপুরুষেরই রক্তধারা।
হে আমার বিশ্ববিদ্যালয়-
তোমাকে অনেক ভালোবাসি আমি।
সেদিন তোমার জন্ম হইনি তাই হয়তো তুমি সেইসব রক্তরাঙা সময়ের উত্তাল স্লোগানে শামিল হতে পারোনি!
তাতে কী?
তোমার নামের সাথেই তো জড়িয়ে আছে ইতিহাস!
তোমার নামের সাথেই তো জড়িয়ে আছে আমার জনকের নাম!
হে আমার বিশ্ববিদ্যালয়-
তোমাকে অনেক ভালোবাসি আমি।
তুমি কীভাবে জনকের নামকে করো অপমান!?
হে আমার বিশ্ববিদ্যালয়-
তোমাকে অনেক ভালোবাসি আমি।
যে জনক আমার স্বাধীনতা দিয়েছে এনে সেই স্বাধীনতা কেড়ে নিয়ে কেন তুমি আমার সেই জনককেই করছো অপমান?
বিজ্ঞাপন
২
স্বাস্থ্যখাতের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা যদি অপরাধ হয় তবে সেই অপরাধ আমরা বারবার করতে চাই। জাতির এই চরমতম দুর্দিনে স্বাস্থ্যখাতের লাগামহীন অব্যবস্থাপনা সমন্বয়হীনতা আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আওয়াজ তোলা যদি অন্যায় হয় তবে সেই অন্যায় আমরা বারবার করতে চাই।
কলম চলছেই, চলবে।
আওয়াজ চলছেই, চলবে।
যতই শোকজ করেন কিংবা যতই আইসিটি মামলার ভয় দেখান না কেন আমরা দমবো না,
আমরা থামবো না।
সত্য প্রকাশে মোটেও পিছপা হবো না,
মাঠের বাস্তবচিত্র তুলে ধরতে একটুকুও সাহস হারাবো না,
স্বাস্থ্যখাতের স্বেচ্ছাচারিতা আর অব্যবস্থাপনার কাছে একটুও মাথা নোয়াবো না।
আপনাদের শোকজ কিংবা মামলার ভয় কি মৃত্যুভয়ের চেয়েও ভয়াল?
জীবনই যেখানে হাতের মুঠোয়,
মৃত্যু যেখানে প্রায় নিশ্চিত সেখানে আপনাদের এইসব শোকজ আর মামলার ভয় তো আমাদের কাছে নস্যি!
আর ভয়ই বা পাবো কেন?
আমরা কি মিথ্যা বলছি?
আমরা কি গুজব ছড়াচ্ছি?
আমরা একবিন্দুও বাড়িয়ে বলছি না, একচুলও মিথ্যা বলছি না, একটুও গুজব ছড়াচ্ছি না।
শুধু যেটুকু সত্য, যেটুকু বাস্তবচিত্র সেটুকুই তুলে ধরছি!
কলম চলছেই, চলবে।
আওয়াজ চলছেই, চলবে।
কুঠারাঘাত চলছেই, চলবে।
অফটপিক: 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়' কর্তৃপক্ষ শনিবার এক আদেশ জারির মাধ্যমে সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীকে সোশ্যাল মিডিয়া বা টিভিতে স্বাস্থ্যসেবার কোন বিষয় নিয়ে কোনরকম মন্তব্য না করতে সতর্ক করেছে।
ডা. আতিকুজ্জামান ফিলিপ: সহ তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ); সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, দিনাজপুর মেডিকেল কলেজ।
আপনার মন্তব্য