আমি ততটা কঠিন হৃদয়ের নই

 প্রকাশিত: ২০২০-১২-০৬ ০২:০২:০০

ডা. আতিকুজ্জামান ফিলিপ:

আমি ততটা কঠিন হৃদয়ের নই
মৌলবাদের হিংস্র হাতে গুড়িয়ে দেওয়া জনকের খণ্ডিত হাতের ছবিখানায় আমি তাকাতে পারিনি
সে সাহস আমার কুলোয়নি!

আমি ততটা কঠিন হৃদয়ের নই
মৌলবাদের কালো থাবায় ভেঙে দেওয়া জনকের তর্জনির ছবিখানা আমি সহ্য করতে পারিনি
সে সাহস আমার কুলোয়নি!

আমি ততটা কঠিন হৃদয়ের নই
মৌলবাদের হিংস্র থাবায় গেলে দেওয়া জনকের চোখ দু'টোর
বীভৎস বিকৃত ছবিখানা আমার দুঃস্বপ্নেরও অতীত
আমি সে চোখে চোখ রাখতে পারিনি
সে সাহস আমার কুলোয়নি!

আমি ততটা কঠিন হৃদয়ের নই।
জনকের যে চোখের দৃষ্টিতে জ্বলজ্বল করে জ্বলত সোনার বাংলা,
সেই চোখ দুটোই তারা গেলে দিয়েছে
আরও একবার যেমন করে গেলেছিলো পঁচাত্তরের পনেরই আগস্টে
এ ছবি আমি ধারণ করতে পারিনি
সে সাহস আমার কুলোয়নি!

আমি ততটা কঠিন হৃদয়ের নই
জনকের যে চোখের দৃষ্টিতে ভস্ম হয়ে যেতো আইয়ুব-ইয়াহিয়ার তখত
সেই দৃষ্টিতেও গাইতি-হাতুড়ি চালানোর দুঃসাহস দেখিয়েছে তারা
যেমন করে দেখিয়েছিলো পঁচাত্তরের পনেরই আগস্টে
এ ছবি আমি ধারণ করতে পারিনি
সে সাহস আমার কুলোয়নি!

আমি ততটা কঠিন হৃদয়ের নই
জনকের যে তর্জনির ইশারায় পুরো পাকিজান্তা থরথর করে কাঁপতো
অবিরত সেই তর্জনিটাই নিঃশেষ করে দেওয়ার দুঃসাহস দেখিয়েছে তারা
যেমন করে দেখিয়েছিলে পঁচাত্তরের পনেরই আগস্টে
এ ছবি আমি ধারণ করতে পারিনি
সে সাহস আমার কুলোয়নি!

আমি ততটা কঠিন হৃদয়ের নই
যে তর্জনির ইশারায় জন্ম হলো পুরো একটা দেশের,
ভূমিষ্ঠ হলো পুরো একটা জাতি
সেই তর্জনিটাই গুড়িয়ে দিয়েছে তারা
যেমন করে গুড়িয়ে দিয়েছিলো পঁচাত্তরের পনেরই আগস্টে
এ ছবি আমি ধারণ করতে পারিনি
সে সাহস আমার কুলোয়নি!

আমি ততটা কঠিন হৃদয়ের নই।

ক্ষমা করো হে পিতা!
এ দায় আমার,
এ দায় তোমার প্রতিটি সন্তানের,
প্রতিটি আওয়ামী-কর্মীর
এ দায় রাষ্ট্রের!

আপনার মন্তব্য