সিলেটটুডে ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২০ ০২:১০

ওয়েব সিরিজ হলেই কাপড় খুলতে হবে কেনো: ফারিয়া

লাক্স তারকা ফারিয়া শাহরিন বিদেশ থেকে গ্রাজুয়েশন শেষ করে এবার নিয়মিত হয়েছেন অভিনয়ে। কিন্তু কাজে ফিরেই নানা প্রতিবন্ধকার মুখোমুখি হচ্ছেন। সেটা কি ধরনের প্রতিবন্ধকতা? প্রশ্নের মুখে বলেন, ভালো কাজের। পরিবার নিয়ে যে ধরনের কাজ দেখা যায় সে ধরনের কাজ করতে চান তিনি। অথচ এখন ওয়েব সিরিজের নামে কি সব নোংরা গল্পের কাজের প্রস্তাব আসছে। যাতে অভিনয় করা তো দূরের কথা স্ক্রিপ্ট পড়তেও লজ্জা লাগে।

সম্প্রতি একটি ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। পরিচালক সে ওয়েব সিরিজটির স্ক্রিপ্ট পাঠালে তা পড়ে ‘হা’ হয়ে যান বলে মন্তব্য ফারিয়ার। সোশ্যাল মাধ্যমে সেটা নিয়ে স্ট্যাটাসও দেন। সেখানে লেখেন, ‘ওয়েব সিরিজটির গল্প পড়ে আমার মথা ঘুরতেছে। এটা পর্ণ। আমাদের দেশের ওয়েব সিরিজের এই অবস্থা কেনো? ওয়েব সিরিজ হলেই কাপড় খুলতে হবে কেনো? এদের বিরুদ্ধে কেনো লিগ্যাল অ্যাকশন নেয়া হয় না।’

এই স্ট্যাটাসের সূত্র ধরেই যোগাযোগ করা হয় ফারিয়া শাহরিনের সঙ্গে। তিনি বলেন, ‘বিশ্বাস করেন আমি খুব অবাক হয়েছি। তিনি আমাকে এ ধরনের গল্পে কাজ করার প্রস্তাব কিভাবে দিলেন। আমি তো এমন না যে টাকার এমন পর্ণ গল্পে কাজ করতে হবে।  আমি ভালো একটা প্লাটফর্ম দিয়ে শোবিজে এসেছি। সম্ভ্রান্ত এক পরিবারের সন্তান আমি। এমন কোন কাজ করবো না যা আমার আদর্শের সাথে যায়না। আমার পরিবার নিয়ে যা দেখা যাবে না।’

দীর্ঘদিন উচ্চশিক্ষার কারণে মালয়েশিয়াতে ছিলেন ফারিয়া শাহরিন। বর্তমানে তিনি লেখাপড়া শেষ করে দেশে ফিরেছেন। এখন স্থায়ীভাবে দেশেই থাকবেন। আগের মতো নিয়মিত কাজ করবেন।

তবে ফারিয়া যে ওয়েব সিরিজ করবেন না তা কিন্তু নয়। সেটা অবশ্যই ভালো গল্পের হতে হবে। বিভিন্ন প্লাটফর্মের ওয়েব সিরিজ দেখলে অবাক হন ফারিয়া। সামান্য বিষয়ে কি সুন্দর গল্প তৈরি করে ওয়েব সিরিজ বানানো হচ্ছে। সে ধরনের থ্রিলার গল্পের ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। সেই সঙ্গে যারা অশ্লীল ওয়েব সিরিজে অভিনয় করছেন তাদেরও এগুলোতে অভিনয় না করার আহ্বান জানান।

ফারিয়া বলেন, ‘এমন তো না যে এগুলোতে অভিনয় করে অস্কার পুরস্কার পেয়ে যাবে কেউ। বিশাল অংকের টাকও তো পাচ্ছেন না। তাহলে কেনো এমন অশ্লীল গল্পে অভিনয় করে নিজের ইমেজের বারোটা বাজাতে হবে? আমরা সবাই যদি একসঙ্গে সিদ্ধান্ত নেই অশ্লীল গল্পে অভিনয় করবো না। তাহলে কিন্তু ভালো গল্পে ওয়েব সিরিজ বানাতে নির্মাতারাও বাধ্য হবেন।’

আপনার মন্তব্য

আলোচিত