২৮ জুলাই, ২০২৪ ১৭:৩৬
কোটা আন্দোলনের সময়ে জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের নামে আন্দোলনের সমর্থনে নানা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছিল। মুহূর্তেই ভাইরাল হচ্ছিল ওই সব পোস্ট।
আন্দোলনের একটা পর্যায়ে নাশকতার পর পরিস্থিতি শান্ত হওয়ার পর জনপ্রিয় এই অভিনেতা হাজির হয়েছেন রাজধানীর ডিবি কার্যালয়ে।
নিজ থেকেই তিনি এসেছেন পুলিশের এই বিশেষ বাহিনীর কার্যালয়ে। কারণ অভিযোগ জানানো।
এ সময় গণমাধ্যমের সামনে মারজুক রাসেল বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একাধিক পেজ খোলা হয়েছে। সেখান থেকে বেশ কয়েকদিন ধরে একের পর এক উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবন যাপনের ধরণ সম্পর্কে যারা ডিটেইলে জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউশনে পড়ে গেছেন।
জানা গেছে, মারজুক রাসেল নামের একটি ফেসবুক পেজ থেকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একের পর এক প্রচারণা চালিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে। সরকার নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকার বিরোধী নানা পোস্টও দেওয়া হয়েছে ওই ফেসবুক পেজ থেকে। পোস্টগুলোতে হাজার হাজার লাইক ও কমেন্টও পড়েছে। সাধারণ মানুষ মনে করছেন মারজুক রাসেলই এমনটি করছেন। কিন্তু পেজটি আসলে মারজুক রাসেলের নয়। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে এটা করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল।
আপনার মন্তব্য