বিনোদন ডেস্ক

০৬ মার্চ, ২০১৬ ১৬:৩২

ক্রিকেট উন্মাদনায় বিনোদনের তারাকারাও

হাতে সময় নেই। মাত্র কয়েক ঘণ্টা পরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম হয়ে যাবে পুরো বাংলাদেশ। মাঠে, বাইরে জায়ান্ট স্ক্রিনে, দোকানে লাগানো ছোট্ট টিভিতে নতুবা বাসার টিভি সেটের সামনে আজ ১৬ কোটি মানুষের চোখ আটকে থাকবে।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানের কাছে ২ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেই কষ্টের অতীত ভুলে ফের আশায় বুক বেঁধেছে ১৬ কোটি বাঙালি।

ক্রিকেট নিয়ে শোবিজ অঙ্গনেও চলছে জোর উন্মাদনা। বাংলাদেশের খেলা অনুষ্ঠিত হলে-ই হরহামেশাই তারকাদের দেখা মেলে স্টেডিয়ামে। সে চিত্র আরো জোরালো ছিল পাকিস্তান-বাংলাদেশের গত ম্যাচে।

ফাইনাল উপলক্ষ্যে গতকাল থেকেই অন্যদর মতো তারকারাও পাল্টে নিয়েছেন প্রোফাইল পিক। শুধু প্রোফাইল পিক পাল্টেই থেমে থাকেননি তারা। আজকের ম্যাচের প্রত্যাশা নিয়েও ফেসবুকে লিখেছেন নানা কথা। আজকের ম্যাচ নিয়ে তারকাদের প্রত্যাশা কী তা নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।  

শোবিজের অন্যতম এক ক্রিকেট ভক্ত জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বরাবরই তিনি ক্রিকেট নিয়ে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক আলোচনা করেন। আজকের ম্যাচ নিয়ে তিনি লিখেছেন- ‘তাই গর্জে ওঠো আবারো...।'

জিরো ডিগ্রী খ্যাত নির্মাতা অনিমেষ আইচ লিখেছেন- ‘আজকে মনে হচ্ছে- ফাইনাল পরীক্ষা। সকাল থেকে ঠিক মতো কাজে মন বসাতে পারছি না। সমগ্র জাতি আজ সন্ধ্যা সাড়ে ৭টার জন্য অপেক্ষা করছে। চারিদিকের এতো এতো দুঃসংবাদের ভীড়ে আজকের খেলায় বিজয় হয়তো আমাদের জীবনে কিছুটা প্রশান্তি বয়ে আনবে। কিন্তু খেলায় হার-জিত আছে, এই সত্যটা মাথায় রেখে খেলা দেখতে বসব। আর যদি জিতে যাই, তাহলে যেন অধিক আনন্দে আমরা আবার পহেলা বৈশাখের মতো কোন অনভিপ্রেত কান্ড করে না বসি।
আমরা তো আবেগপ্রবণ জাতি, আবেগের বশে আমরা কখন কি করে বসি তার কোন ঠিক নাই। তার উপর এবার ফাইনাল খেলা নিয়ে আমরা কিন্তু ভয়াবহ লেভেলে উত্তেজিত। সুতরাং সাবধান!!! এ শুধুমাত্র খেলাই কিন্তু।’

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রোফাইল পিক পাল্টে লিখেছেন-  ‘টাইগারদের জন্য শুভ কামনা।’

শোবিজ অঙ্গনের আরেক ক্রিকেট ভক্ত চিত্রনায়িকা মৌসুমী হামিদ। গত ম্যাচে মাঠে বসে খেলা দেখেছেন তিনি। কিন্তু শুটিং থাকায় মাঠে থাকতে পারছেন না এ অভিনেত্রী। তবে তিনি লিখেছেন- ‘ধারাবাহিক নাটকের শুটিংয়ের জন্য ঢাকার বাইরে আছি। মাঠে না থাকলেও টাইগাররা যে জয় ছিনিয়ে আনবে এটাই আমার বিশ্বাস। শুধু এশিয়া কাপ নয়, আমরা বিশ্ব কাপের অপেক্ষায়। গো টাইগার গো। ’

জনপ্রিয় টিভি অভিনেত্রী শবনম ফারিয়া তার ফেসবুকে টিম লিডার মাশরাফির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন- ‘আজকের এই সেরা সম্ভাবনাময় দিনেই পুরাতন এই ছবিটা আপলোড করছি।’

নির্মাতা অভিনেতা মিলন ভট্টাচার্য্য তার ফেসবুকে লিখেছেন- ‘হবে হবেই জয়... নিশ্চয়ই.....।’ টিভি অভিনেতা মিশিু সাব্বির লিখেছেন- ‘আমরা অবশ্যই জিতব। ইনশাল্লাহ!’

সংগীতশিল্পী বেলাল খানও ক্রিকেট ভক্ত তা কারো অজানা নয়। তিনি লিখেছেন- ‘বাংলাদেশ জিতবে।’

আপনার মন্তব্য

আলোচিত