বিনোদন ডেস্ক

২২ আগস্ট, ২০১৬ ১৯:১৪

মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলীর জীবনাবসান

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলী মারা গেছেন। সোমবার বিকাল ৪টায় মিরপুর হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন ফরিদ আলী।

প্রথম হাসির নাটক ‘ত্রি-রত্ম’ তে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় আগমন ঘটেছিলো এই অভিনেতার। এরপর 'ধারাপাত' চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আসেন তিনি। সংগ্রাম, গুন্ডা, রংবাজ, ঘুড্ডি, তিতাস একটি নদীর নাম, সমাধানসহ বিভিন্ন ছবিতে অনবদ্য অভিনয় করেন ফরিদ আলী। মূলত কৌতুকাভিনেতা হিসেবে দর্শকের কাছে সমাদৃত ছিলেন তিনি। 

আপনার মন্তব্য

আলোচিত