বিনোদন ডেস্ক

০২ মে, ২০১৭ ২০:৪৩

চার মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রীতমের মামলা

অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে দেশের চার মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলের বিরুদ্ধে মামলা করেছেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ।

মঙ্গলবার (২ মে) ঢাকার মহানগর হাকিমের আদালতে এই মামলা করেন প্রীতম।

আদালত সূত্রে জানা যায়, প্রীতমের লেখা ও সুর করা দুঃখ সারি সারি, পাষাণপুরীর গল্প শোনে সবাই, কারাগারসহ আরো ১৭টি গানের সঠিক অনুমতি ছাড়াই ব্যবহার করে ব্যবসা করে আসছে ওই চার মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান । এ কারণে প্রতিষ্ঠানগুলোর প্রধান কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত