ওয়েব ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৪ ২০:১০

মার্কিন বক্সঅফিসে সর্বকালের সেরা ওপেনার পিকে

শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্রও ভুগছে পিকে জ্বরে। ভারতের বাজারে প্রথম সপ্তাহান্তে ৯৫.২১ কোটির ব্যবসার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ৩.৪৬ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসায় যাত্রা শুরু করল পিকে।

পিকে সিনেমার দৃশ্য

শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্রও ভুগছে পিকে জ্বরে। ভারতের বাজারে প্রথম সপ্তাহান্তে ৯৫.২১ কোটির ব্যবসার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ৩.৪৬ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসায় যাত্রা শুরু করল পিকে।

Guardian.co.uk-তে প্রকাশিত খবর অনুযায়ী এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সঅফিসে দশম স্থানে ছিল পিকে। পিকের পর সেরা ওপেনার তালিকায় এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে ধুম থ্রি। প্রথম সপ্তাহান্তে ধুম থ্রি-র ঝুলিতে এসেছিল ৩.৪৪ মিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় স্থানে রয়েছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। প্রতি ছবি দিয়েই আগের ছবির রেকর্ড ভাঙার রেকর্ড এরমধ্যেই গড়ে ফেলেছেন আমি। গজনিতে ১০০ কোটি, থ্রি ইডিয়টে ২০০ কোটি ও ধুম থ্রি ছবিতে ২৮২ কোটির বেঞ্চমার্ক তৈরি করেছেন তিনি। ১৯ ডিসেম্বর মুক্তি পেয়ে এখনও পর্যন্ত সারা বিশ্বে পিকে ঝুলিতে এসেছে ২২.১৩ মিলিয়ন মার্কিন ডলার।

ক্রিসমাসের ছুটিতে ব্যবসার লক্ষ্যে সারা বিশ্বের মোট ৪৫০০টি প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত আমির খান, অনুষ্কা শর্মা অভিনীত পিকে।

আপনার মন্তব্য

আলোচিত