২৪ অক্টোবর, ২০২৫ ১৯:৫৮
আজ ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের আজকের দিনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত ৫১টি সদস্যরাষ্ট্র নিয়ে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩।
বিশ্বের বিভিন্ন স্থানের দ্বন্দ্ব নিরসন, শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সংস্থাটি।
১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর জাতিসংঘের সদস্য হওয়ার জন্য চেষ্টা করে বাংলাদেশ। পরে ১৯৭৪ সালে বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে। প্রথম থেকেই বহুপক্ষীয় ব্যবস্থার সমর্থক বাংলাদেশ সব সময় জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অবদান রাখছে, এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জাতিসংঘ একমাত্র বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে ধনী-গরিব, ছোট-বড় সব দেশ একসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করতে পারে, যা অন্য জায়গায় সম্ভব হয় না।
জাতিসংঘকে কীভাবে আরও সফল করা যায়, তা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন বিশ্বের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রপ্রধানরা। আশার কথা হলো, সংস্থাটি ঠিক ততটুকুই সফল হবে, যতটুকু এর সদস্যরাষ্ট্রগুলো চাইবে।
দেশে দেশে জাতিসংঘ দিবসটি নানা সভা-সমাবেশ, আলোচনা-অনুষ্ঠান এবং প্রদর্শনীর মাধ্যমে উদযাপিত হয়।
দিবসটিতে জাতিসংঘের বৈশ্বিক অর্জন ও উদ্দেশ্যকে জনসমক্ষে তুলে ধরা হয়।
১৯৭১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষণা করে যে জাতিসংঘের সদস্যদেশগুলো এই দিবসকে ছুটির দিন হিসেবে পালন করবে। সেই ধারায় বিশ্বের স্বাধীন ও সার্বভৌম সব রাষ্ট্রে দিবসটি উদযাপিত হয়ে থাকে।
আপনার মন্তব্য