১৪ ডিসেম্বর, ২০১৫ ২০:৫৪
১০ ইঞ্চির একটি ট্যাবলেট বাজারে এনেছে গুগল। অ্যানড্রয়েড চালিত এই ট্যাবটির মডেল পিক্সেল সি।
মাস দুয়েক আগে গুগল ট্যাবটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করে। বুধবার থেকে ট্যাবটি বাজারে বিক্রি শুরু হয়েছে।
ট্যাবটি অ্যালুমিনিয়াম ইউনিবডিতে তৈরি। এতে ইউএসবি সিপোর্ট রয়েছে। এটির ডিসপ্লের আকার ১০.২ ইঞ্চি। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৮০০ পিক্সেল।
এতে আছে এনভিডিয়া টেগরা এক্স ১ এসওসি প্রসেসর, ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। এই ট্যাবটি ৬৪ জিবি মেমোরি ভার্সনেও পাওয়া যাবে।
পিক্সেল সি ট্যাবটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা। এটি অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত।
ট্যাবটির সঙ্গে আলাদা ভাবে ব্যবহারের জন্য কিবোর্ড রয়েছে। এটি ওয়্যারলেস চার্জারের মাধ্যমে চার্জ দেয়া যাবে। এই কিবোর্ডটির মূল্য ১৫০ ডলার।
ট্যাবটি যুক্তরাষ্ট্র এবং গুগল স্টোরে পাওয়া যাবে। ট্যাবটির দরদাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।
আপনার মন্তব্য