সিলেটটুডে ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৬ ২৩:৩২

স্কাইপিতে নজরদারি চালাচ্ছে সাইবার অপরাধীরা

স্কাইপিতে প্রিয়জনের সঙ্গে অডিও বা ভিডিও চ্যাটে সাবধান। ব্যবহারকারীদের অজান্তেই তাদের কথোপকথনের সব তথ্য হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা। শুধু তাই নয়, ডিভাইসে থাকা বিভিন্ন ফাইলও নিজেদের দখলে নিতে পারে। ‘টি৯০০০’ নামের ট্রোজান ম্যালওয়্যার কাজে লাগিয়ে এমনটি করছে তারা। বাজারে প্রচলিত জনপ্রিয় অ্যান্টিভাইরাসগুলোও ম্যালওয়্যারটি শনাক্ত করতে পারে না, জানিয়েছে মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান পালো আল্টো নেটওয়ার্কস। ম্যালওয়্যারটি শনাক্তও করেছে তারা।

বিশেষজ্ঞদের মতে, অপরিচিত রিচ টেক্সট ফরম্যাট (আরটিএফ) ফাইলের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যারটি। স্কাইপিতে চ্যাট শুরুর সময় ‘এক্সপ্লোরারডটইএক্সই ওয়ান্টস টু ইউজ স্কাইপি’ বার্তা এলে বুঝতে হবে আপনি ম্যালওয়্যারটিতে আক্রান্ত হয়েছেন।

ম্যালওয়্যারটি থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে নিজেদের অ্যান্টিভাইরাস হালনাগাদের কাজ শুরু করেছে শীর্ষ অ্যান্টিভাইরাস নির্মাতারা।

আপনার মন্তব্য

আলোচিত