সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০১৬ ১৫:৩৪

স্মার্টফোন কেনার আগে জেনে নিন কিছু বিষয়

মোবাইল থাকবে আর ইন্টারনেট কানেকশন আর ভিন্ন ভিন্ন অ্যাপস ব্যবহার এখন নিয়মিত বিষয়। এজন্যে দরকার স্মার্টফোন। তাই স্মার্টফোন কেনার আগে জেনে নিন কিছু বিষয়-  

পছন্দের ডিজাইন:
স্মার্ট ফোনের ক্ষেত্রে ডিজাইন খুব গুরুত্বপূর্ণ বিষয়৷ এ বিষয়ে কারও কাছ থেকে পরামর্শ নেওয়ার কিছু নেই৷ আপনার কাছে যে স্মার্টফোনটি দেখতে সুন্দর, আপনি সেই স্মার্টফোনটিই পছন্দ করবেন ৷ এটাই স্বাভাবিক৷কেননা ফোনটি আপনিই ব্যবহার করবেন৷ তাই নিজের পছন্দকে গুরত্ব দেওয়া উচিত ৷ তবে পছন্দ করার ক্ষেত্রে আপনার সঙ্গে সেটি মানানসই কিনা সেটাও নজরে রাখা উচিত৷

সঠিক আকারের ডিসপ্লে:
স্মার্টফোন কেনার আগে ফোনের ডিসপ্লে বা স্ক্রিনের আকারটি দেখে নেওয়া উচিত৷এখন বড় স্ক্রিনের মোবাইল বেশি জনপ্রিয়৷ তবে আপনার ছোট ডিসপ্লে পছন্দ হলে সেক্ষেত্রে আপনি ছোট ডিসপ্লে’র স্মার্টফোন কিনতেই পারেন৷

প্রসেসর ও ব়্যাম:
আপনার স্মার্টফোনটি কতটা স্মার্ট তা নির্ভর করে ফোনের প্রসেসরের উপর৷তাই ফোন কেনার আগে এই প্রসেসরের উপর বিশেষ নজর রাখা উচত৷বর্তমানে সর্বাধুনিক প্রসেসর বলতে বাজারে আছে স্ন্যাপড্রাগন প্রসেসর৷ পাশাপাশি ৮০৫ চিপসেটটিও খুব ভাল মানের৷তাই এটিকেও আপনি পছন্দ করতে পারেন৷ মূলত আপনার স্মার্টফোনটি কতটা দ্রুত কাজ করবে তা নির্ভর করে প্রসেসর ও ব়্যামের উপর৷

ক্যামেরা:
ক্যামেরা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি৷কারন ভাল ছবি তোলার জন্য চাই ভাল মানের ক্যামেরা৷যত বেশি মেগাপিক্সেল হবে ততই ভাল ছবি উঠবে আপনার স্মার্টফোনে৷এছাড়া সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরার ভূমিকাও গুরত্বপূর্ণ৷ তাই সে দিকেও নজর দেওয়া উচিত ফোন কেনার আগে৷

ব্যাটারির লাইফ:
ব্যাটারির শক্তি নির্ধারিত হয় মোবাইল ফোনটি কেমন তার ওপর ভিত্তি করে৷ তবে বড় মাপের স্ক্রিনের মোবাইল বেশি ব্যাটারি শক্তি ক্ষয় করে৷ তাই শক্তিশালী ব্যাটারি প্রয়োজন হবে মোবাইলটি অনেক সময় ধরে চালু রাখার জন্য৷বর্তমানে ৩০০০ এমএএইচ থেকে ৪০০০ এমএএইচ ব্যাটারি বাজারে পাওয়া যায়৷ তাই ফোন কেনার আগে ব্যাটারির দিকটিও বিশেষ গুরত্ব দেওয়া উচিত গ্রাহকের৷

অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেম বলতে বাজারে এখন অ্যান্ড্রয়েড অথবা উইন্ডোজ বেশ জনপ্রিয়৷ তাই আপনার পছন্দ যেটি সেটিই আপনি কিনতে পারেন৷ দেখে নিন আপডেটেড ভার্সন।

আপনার মন্তব্য

আলোচিত