সিলেটটুডে ওয়েব ডেস্ক

১৩ জুলাই, ২০১৬ ১৬:২৬

অতিরিক্ত সেলফি তুললে আক্রান্ত হতে পারেন ‘সেলফি এলবো’ রোগে

যাদের বেশি বেশি সেলফি তোলার নেশা, তারা আক্রান্ত হতে পারেন এক বিশেষ রোগে। এই রোগের নাম ‘সেলফি এলবো’।

এই রোগ মারাত্মক কিছু নয়, তবে এটি দেখা দিলে ধীরে ধীরে তা এমন অবস্থায় পৌঁছাতে পারে যে, চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় থাকবে না।

বিশেষজ্ঞদের মতে, সেলফি এলবো মূলত টেনিস এলবো বা গলফার এলবোর রোগ। এতে যে হাতে সেলফি তোলা হয়, সে হাতের কনুইয়ে ব্যথা হতে থাকে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ জর্ডান মেটজেল জানান, অতিরিক্ত সেলফি তুললে সেলফি এলবো হবে। কারণ, এতে পেশিতে অতিরিক্ত চাপ পড়ে প্রদাহ সৃষ্টি হয়।

এর থেকে বাঁচার উপায় সম্পর্কে চিকিৎসকরা জানান, ব্যথা অনুভূত হলে কনুইয়ে বরফ লাগাতে হবে। এ ছাড়া ব্যায়ামও করা যেতে পারে। সেলফি-স্টিক ব্যবহার করলেও সেলফি এলবো থেকে বাঁচা যাবে বলে জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত