সিলেটটুডে ওয়েব ডেস্ক

১৯ জুলাই, ২০১৬ ১৪:৫০

এলো হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে একই রকম দেখতে টেক্সট পাঠাতে পাঠাতে আপনি বিরক্ত? আপনার বিরক্তি আর একঘেয়েমি কাটাতে এবার বৈচিত্রের সুযোগ এনে দিল হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় এতদিন ফ্রন্ট নিজের ইচ্ছামতো পরিবর্তন করা যেত না। এবার নতুন ফিচার্সের মাধ্যমে হোয়াটস অ্যাপেও নিজের ইচ্ছামতো ফ্রন্ট বদলাতে পারবেন। নতুন ফ্রন্ট হোয়াটস অ্যাপের অ্যান্ড্রয়েডের v2.16.179 বেটা ভার্সনে পাওয়া যাবে। তবে এই ফিচার্স শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য।

লেখার কোনও অংশ ‘বোল্ড’ করতে চাইলে ওই অংশের শুরুতে এবং শেষে স্টার (*), ‘ইটালিক’ করতে লেখার অংশের শুরুতে এবং শেষে আন্ডারস্কোর (_), ‘স্ট্রাইকথ্রু’ করতে ওই অংশের শুরুতে এবং শেষে টিল্ড (~). ‘ফন্ট’ বদলাতে ওই অংশের শুরুতে এবং শেষে চারবার ব্যাককোট (`) টাইপ করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত