সিলেটটুডে ওয়েব ডেস্ক

২২ জুলাই, ২০১৬ ২১:৪৭

ফেসবুকে লাইভ ভিডিওর সময় বাড়লো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভ ভিডিও অপশনটি এখন বেশ জনপ্রিয়। এতদিন ফেসবুকের লাইভ ভিডিও ২ ঘণ্টার বেশি ব্যবহার করা যেতো না। তবে এখন থেকে সময় সীমা বাড়িয়ে ৪ ঘণ্টা করার উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রথমবারের মতো  ভিডিও অনলি মোডে টানা ৪ ঘণ্টা লাইভ ভিডিও করার সুবিধা চালু করেছে ফেসবুক। সামনের সপ্তাহ থেকেই এই সুবিধা চালু হচ্ছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা যায়, এখন থেকে ফেসবুকে টানা ৪ ঘণ্টা লাইভ ভিডিও করা যাবে। ফেসবুক ব্যবহারকারী বা কোনো পেইজের অ্যাডমিনরা চাইলে এই সুবিধা উপভোগ করতে পারবেন।

নতুন এই সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা ফুল স্ক্রিন ভিডিও অর্থাৎ আইওএস ব্যবহারকারীরা পুরো পর্দা জুড়ে পোট্রেট এবং ল্যান্ডস্কেপ উভয় মোডে লাইভ ভিডিও করতে পারবেন।

তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আপাতত শুধু পোর্ট্রেট মোডে এই ফেসবুক লাইভ ভিডিও করতে পারবেন। তবে খুব শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এই সুবিধাটি পাবেন।

আপনার মন্তব্য

আলোচিত