সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১২

নতুন নকিয়া ফোন নিয়ে এসেছে মাইক্রোসফট!

তামাশা নয়, সত্যিই বাজারে নকিয়ার নামে মুঠোফোন ছেড়েছে মাইক্রোসফট।

আপনি যদি বিভ্রান্ত হন, হওয়ার মতোই ঘটনা বটে। তবে জেনে রাখুন, এই তালিকায় শুধু আপনি একাই নন; কারণ, চলতি বছরের মে মাসে নকিয়ার সেই পুরোনো দলের প্রায় দুই হাজার কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। একই মাসে ফক্সকনের কাছে নকিয়ার ফিচার ফোনের ব্যবসাস্বত্ব বিক্রি করে দেওয়ার খবরও ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, ২০১৩ সালে ৭৫০ কোটি ডলারে মাইক্রোসফটের কাছে নিজেদের মুঠোফোন বিভাগ বিক্রি করতে সম্মত হয় নকিয়া।

সবাই ধরে নিয়েছিল, নকিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেই ফেলেছে মাইক্রোসফট। সারফেস ফোন নামে নতুন স্মার্টফোন বাজারে ছাড়বে বলে গুজবও রটেছিল। এমন এক সময়ে নকিয়ার ব্র্যান্ড নাম ব্যবহার করে মাইক্রোসফট বাজারে নতুন এক ফিচার ফোন ছাড়ায় অনেকেই অবাক হয়েছেন।

নতুন নকিয়া ২১৬ মুঠোফোনটির দাম হাতের নাগালে থাকার মতোই। প্রাথমিক দাম ৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে। এতে ২ দশমিক ৪ ইঞ্চি পর্দা এবং সামনে ও পেছনে ভিজিএ ক্যামেরা থাকছে। স্ট্যান্ডবাই মোডে মুঠোফোনটি একটানা ২৪ দিন চলবে। সাদা, কালো ও কিছুটা নীলচে রঙে পাওয়া যাচ্ছে এই ফোন।

মনে যদি প্রশ্ন জাগে, ফোনটি কি রোমাঞ্চকর? উত্তর সম্ভবত এমন হবে—না, তবে বিস্মিত হওয়ার মতো খবর তো বটেই।
সূত্র: গিক ডটকম

আপনার মন্তব্য

আলোচিত