সিলেটটুডে ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০৬

‘আপত্তিকর গোপনভিডিও’ দেখার আমন্ত্রণ জানাচ্ছে গ্রামীণফোন!

দেশের বেসরকারী খাতে শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের একটি খুদে বার্তা নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে।

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার আপত্তিকর গোপন ভিডিও দেখতে তাদের গ্রাহকদের এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছে।

বৃহস্পতিবার বিভিন্ন গ্রাহকের মোবাইল ফোনে প্রেরিত এ বার্তায় আপত্তিকর ভিডিও দেখতে উৎসাহিত করা হয়েছে।

‘জিপি স্টোর’ থেকে ওই বার্তা গ্রাহকদের কাছে পাঠানো হয়। বার্তায় বলা হয়, ‘নতুন মুভিতে পরিণতি চোপড়ার আপত্তিকর গোপন ভিডিও দেখতে ক্লিক করুন…।’

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩:৪১ মিনিটের সময় গ্রামীণফোনের ০০২০০০ নাম্বার থেকে পাঠানো এক খুদেবার্তা সিলেটটুডের কাছে এসেও পৌঁছেছে।

একাধিক ব্যক্তি মন্তব্য করেন, গ্রামীণফোনের কাছ থেকে এ ধরনের বার্তা পাওয়া খুবই আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত। এরমাধ্যমে পর্ণগ্রাফিকে উৎসাহিত করা হচ্ছে বলেও মন্তব্য করেন অনেকে।

এ ব্যাপারে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল বলেন, ‘আমরা ভেন্ডরের মাধ্যমে এসব কাজ করাই। ভুল বা যাই হোক সেটা সেখান থেকে হয়েছে। ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। নজরে আসার পরই ওই বার্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর ওই বার্তা যাচ্ছে না।’

আপনার মন্তব্য

আলোচিত