সিলেটটুডে ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৬ ১০:০৮

গ্রামীণফোনকে ৩০ কোটি টাকা জরিমানা করল বিটিআরসি

বেসরকারি মুঠোফোন অপারেটর  গ্রামীণফোনকে ৩০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

টেলিযোগাযোগ আইন লঙ্ঘন করে ‘গো’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ায় তাদের এ জরিমানা করা হয়।

রোববার (৩০ অক্টোবর) বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী  অপারেটরটিকে এ জরিমানার বিষয়টি চূড়ান্ত করা হয়। সূত্র জানিয়েছে, শিগগির গ্রামীণফোনকে চিঠি দিয়ে জরিমানার বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

‘গো’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাকে অবৈধ ঘোষণার কারণ হিসেবে বিটিআরসির পক্ষ থেকে বলা হচ্ছে, টেলিযোগাযোগ আইন অনুযায়ী কোনো মোবাইল ফোন অপারেটর সরাসরি তাদের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এ ধরনের ‘লাস্ট মাইল কানেকটিভিটি’ সেবা দিতে পারে না। লাস্ট মাইল কানেকটিভিটি হলো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেটের সর্বশেষ পর্যায়ের সংযোগ।

অপারেটরটিকে জরিমানার বিষয়ে বিটিআরসি বলছে, গ্রামীণফোন ২০১৪ সালে এ অবৈধ সেবা চালু করে। দুই বছরে তারা এ সেবায় আয় করেছে ৩০ কোটি টাকা। অবৈধ এ আয়ের পুরোটাই আদায় করা হবে জরিমানা হিসেবে।

আপনার মন্তব্য

আলোচিত