সিলেটটুডে ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৬ ২০:১৩

৬০ সেকেন্ডেই হ্যাক গুগলের স্মার্টফোন!

পিক্সেল স্মার্টফোনে অত্যন্ত সুরক্ষিত নিরাপত্তা ফিচারের দাবি করে গুগল। কিন্তু এক মিনিটেরও কম সময়ে গুগলের এই স্মার্টফোন হ্যাক করে দেখিয়েছেন চীনের নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা ‘কুইহো ৩৬০’-এর হ্যাকাররা।

 

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ‘২০১৬ পনফেস্ট’ হ্যাকিং প্রতিযোগিতায় গুগলের নতুন পিক্সেল ও পিক্সেল এক্সএল ফোন এক মিনিটেরও কম সময়ে হ্যাক করে দেখান হ্যাকাররা। এতে তাঁরা পুরস্কার হিসেবে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন।

এ বছরের সেপ্টেম্বর মাসে গুগল এ ধরনের একটি হ্যাকিং চ্যালেঞ্জ ছুড়েছিল। এর আগে ‘প্রজেক্ট জিরো প্রাইজ’ নামে নেক্সাস ৬পি ও নেক্সাস ৫ এস হ্যাকিংয়ের জন্য চ্যালেঞ্জ ছোড়ে গুগল। এ ধরনের চ্যালেঞ্জ দেওয়ার মাধ্যমে হ্যাকারদের ফোনের দুর্বলতা খুঁজে দিতে বলে গুগল। যাঁরা গুগলের ফোনের দুর্বলতা বের করেন, তাঁদের অর্থ পুরস্কার দেয় গুগল। তথ্যসূত্র: ফোর্বস।

আপনার মন্তব্য

আলোচিত