সিলেটটুডে অনলাইন ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৬ ১৮:৪৮

স্যামসাংয়ের স্মার্টফোনে এলজির ব্যাটারি!

আগামী বছরে স্যামসাংয়ের স্মার্টফোনে থাকতে পারে এলজি কেমিক্যাল লিমিটেডের তৈরি ব্যাটারি। স্মার্টফোনের ব্যাটারি সরবরাহের জন্য এলজির সঙ্গে কথা বলছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

কোরিয়ার একটি সংবাদপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন ব্যর্থতার পর যন্ত্রাংশ সরবরাহে ভিন্নতা আনতে এ পদক্ষেপ নিতে যাচ্ছে স্যামসাং।

বর্তমানে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা হিসেবে স্যামসাং নোট সিরিজের স্মার্টফোনের জন্য স্যামসাং এসডিআই ও চীনের অ্যামপেরেক্স টেকনোলজির কাছ থেকে ব্যাটারি সংগ্রহ করে।

কোরিয়ার সংবাদপত্রটির দাবি, এলজির সঙ্গে স্যামসাংয়ের চুক্তি হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। আগামী বছরের মাঝামাঝি সময়ে নতুন স্মার্টফোনে এ ব্যাটারি থাকবে। বিষয়টি নিয়ে স্যামসাং ও এলজি কেমিক্যালের কেউ মন্তব্য করেনি।


সেপ্টেম্বরে আগুন ধরে যাওয়ার ঘটনায় ২৫ লাখ নোট ৭ ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেয় স্যামসাং। স্যামসাং এসডিআইয়ের তৈরি ব্যাটারিতে সমস্যার কথা বলা হয়। পরে অক্টোবরে অ্যামপেরেক্সের ব্যাটারিতেও সমস্যা দেখা দিলে তা-ও বাজার থেকে তুলে নেওয়া হয়।

বাজার বিশ্লেষকেরা বলেন, এলজি কেমিক্যাল বর্তমানে এলজি ইলেকট্রনিকস ও অ্যাপলের জন্য ব্যাটারি সরবরাহ করে।
তথ্যসূত্র: রয়টার্স

আপনার মন্তব্য

আলোচিত