সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৭ ২০:৫৭

‘উদাসীন’ বিটিসিএলকে ‘শিক্ষা দিতে’ ৪ সাইটে হানা

কতিপয় লোকের অবহেলার কারণে দশ দিনের মাথায় আবারও হ্যাক করা হলো ডট বিডি ডোমেইনের চারটি ওয়েবসাইট। এই চারটি ওয়েবসাইটের মধ্যে টেলিকম অপারেটর রবি তাদের robi.com.bd নামক সাইটি পুনরুদ্ধার করতে পারলেও সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বাংলাদেশ ডোমেইন google.com.bd, বাংলালিংকের banglalink.com.bd এবং ittefaq.com.bd এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে গত ২০ ডিসেম্বর google.com.bd এর পথ বদলে দিয়েছিলেন এক পাকিস্তানি হ‌্যাকার। ওই ঘটনার পরও বিটিসিএল এর টনক নড়েনি। নতুন বছরের প্রথম প্রহরে একই কায়দায় চার ওয়েবসাইটের পথ বদলে দিয়েছেন এক ব‌্যক্তি, যিনি ফেইসবুকে নিজের নাম লিখেছেন আকাশ। রবি, বাংলালিংক, ইত্তেফাক আর গুগলের .bd সাইট তিনি রিডাইরেক্ট করে দিয়েছেন নিজের ফেইসবুক পেইজে।

'আকাশ' নিজের ফেইসবুক পেইজে নিরাপত্তা ত্রুটি নিয়ে লিখেছেন, 'বিটিসিএল (BTCL) এর নিরাপত্তা/ত্রুটি নিয়ে আর কত বার বলবো। গত ২৩ সেপ্টেম্বর যখন BTCL-এ ঢুকি, মন চাইলো সব ডাউন করে দিয়ে দেই। কিন্তু অবস্থা বেগতিক চিন্তা করে বিটিসিএলে ফোন লাগাই, কয়েক দফা চিল্লা-পাল্লা করে সাময়িক সমাধান। কিন্তু নাহ, উনাদের BTCL এর নিরাপত্তা নিয়ে উদাসীন ভাব। ফলাফল, গত ২০ ডিসেম্বর পাকিস্তানি হ্যাকার হ্যাক করে বসলো। মনে মনে ভাবি, দেশের মধ্যেই যখন নিরাপত্তা নিয়ে উদাসীনতা, তখন যদি বাইরে থেকে আক্রমন করে লজ্জা দেয় তাহলে দোষ কার? দোষ তাদের, যারা বিটিসিএলের নিরাপত্তা/ত্রুটি নিয়ে অবহেলা করছে।'

তিনি আরো লিখেছেন, 'এবার মাননীয় প্রধানমন্ত্রী ডট বাংলা ডোমেইন চালু করেছেন। দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখন কতিপয় লোকের অবহেলার কারণে দেশের সাইবার নিরাপত্তার দেওয়াল খসে পরছে।'

তিনি লিখেন, 'এবার আসি আজকে ওয়েবসাইট হ্যাক নিয়ে। মূলত এটি কোন হ্যাক নয়, আমিও হ্যাকার নই। চিন্তা করুন, বাংলাদেশের সকল সরকারি, শিক্ষা, মন্ত্রনালয়, স্কুল, কলেজ, অপারেটর, কোম্পানি, গুগল, পত্রিকা, ই-কমার্স সাইটগুলি বন্ধ হয়ে গেলে কি হবে! জাস্ট বিটিসিএলের ত্রুটির জন্য। তবুও কেন জানি উদাসীনতার ফলে কোন নিরাপত্তাজনিত চিন্তা-ভাবনা তাদের মাথায় কাজ করে না, এমনকি কয়েক দফা ফোন দিলেও না! পাকিস্তানি হ্যাকার লজ্জা দিয়ে যায়, তবুও শিক্ষা হয় না। কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল বাকা করতে হয়। তাই বছরের শেষ দিনে এ কাজ করে করতে বাধ্য হচ্ছি, আর কতই বা ফোন দিবো! 1. গুগল, 2. রবি, 3.বাংলালিংক, 4. ইত্তেফাক শীর্ষ সাইটগুলি জাস্ট উদাহরণ হিসেবে ডাউন এবং রিডাইরেক্ট করে দেওয়া হল আমার প্রোফাইলে। এভাবে হাজার হাজার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া সম্ভব। মূলত ওয়েবসাইট হ্যাক নয়, এটি বিটিসিএলের ত্রুটি।”

তিনি দুঃখ প্রকাশ করে লিখেন, 'সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখিত। আশা করি দায়িত্বে থাকা ডেভেলপার দ্রুতই রিকভার করে নিবেন। বিটিসিএলকে ধরুন, তাদের শিক্ষা হওয়া উচিত। আমি চাই না দেশের সাইবার নিরাপত্তার অবস্থা দুর্বল হোক আর যে কেউ এসে দেশের ক্ষতি করে চলে যাক। আবারো বলি, এটি কোন হ্যাক নয়, আমিও কোন হ্যাকার নই।'

 

এ বিষয়ে বিটিসিএল এর পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আর রবির এক কর্মকর্তা জানিয়েছেন, তারা সকালে বিষয়টি জানার পর বিকল্প ব‌্যবস্থা গ্রহণ করেছেন। বাংলালিংকের এক কর্মকর্তা বলেছেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

সূত্রঃ বিডিনিউজ২৪ডটকম

আপনার মন্তব্য

আলোচিত