সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৭ ১৫:৫০

কমছে ব্যান্ডউইথের দাম

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ইন্টারনেট ব্যান্ডউইথের দাম পাইকারি পর্যায়ে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে শ্রিগ্রই এ বিষয়ে অনুমোদনের জন্যে প্রস্তাব পাঠাবে বলে জানা গেছে।

এক এমবিপিএস ব্যান্ডউইথ বর্তমানে বিক্রি করছে ৬২৫ টাকায়। নতুন দাম কার্যকর হলে সেটি কমে ৫৬৩ টাকায় বিক্রি হবে। প্রথম সাবমেরিন কেবলের মাধ্যমে পাওয়া ২০০ জিবিপিএসের ব্যান্ডউইথের ব্যবহার আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

২০১৫ সালের ১ সেপ্টেম্বর, প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম ১ হাজার ৬৮ থেকে কমিয়ে ৬২৫ টাকা করা হয়।

গত দু' বছরে ব্যান্ডউইথের বিক্রি ৪০ জিবিপিএস থেকে বৃদ্ধি পেয়ে ১৭৬ জিবিপিএস হয়েছে। বর্তমানে দৈনিক ৩৫০ থেকে ৪০০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদা রয়েছে। কোম্পানিটির বাইরে বাকি ২০০ থেকে ২৫০ জিবিপিএস ব্যান্ডউইথের জোগান আসে ইন্টারনেট ট্রান্সমিশন কোম্পানির মাধ্যমে।

আপনার মন্তব্য

আলোচিত