সিলেটটুডে অনলাইন ডেস্ক

২২ ফেব্রুয়ারি , ২০১৭ ১৩:৪৮

বাধ্যতামূলক বিজ্ঞাপন বন্ধ করে দিচ্ছে ইউটিউব

ইউটিউবে ভিডিও দেখার সময় অনেকক্ষণ ধরে বিজ্ঞাপন দেখালে দর্শক বিরক্ত হন। বাধ্যতামূলক এসব বিজ্ঞাপন এড়ানোর কোনো উপায়ও রাখেনি গুগল।

এবার দর্শকদের এ বিরক্তি থেকে মুক্তি দেওয়ার কথা ভাবছে ইউটিউব কর্তৃপক্ষ। ভিডিও শুরুর আগে ৩০ সেকেন্ডের বাধ্যতামূলক বিজ্ঞাপনগুলো আগামী বছর থেকে বন্ধ করে দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গুগল কর্তৃপক্ষ বলছে, বিজ্ঞাপনদাতা ও দর্শকদের কথা মাথায় রেখে ইউটিউবে আগামী বছর নতুন ধরনের বিজ্ঞাপনের ফরম্যাট আসবে।

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, এড়ানোর উপায়বিহীন ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনলাইন ব্যবহারকারীদের উন্নত বিজ্ঞাপন অভিজ্ঞতা দিতে নতুন ফরম্যাট নিয়ে কাজ করা হবে, যা বিজ্ঞাপনদাতা ও দর্শককে উন্নত অভিজ্ঞতা দেবে।

অবশ্য গুগলের ওই বিবৃতিতে বাধ্যতামূলক ফরম্যাট পুরোপুরি বাদ দেওয়ার কথা বলা হয়নি। ৩০ সেকেন্ডের বদলে ২০ সেকেন্ডের বাধ্যতামূলক ভিডিও সেখানে আসতে পারে। এ ছাড়া ‘বাম্পার’ বিজ্ঞাপন নামে ছয় সেকেন্ডের বিজ্ঞাপনও জায়গা দখল করে নিতে পারে। গত বছরের এপ্রিলে এই বিজ্ঞাপন চালু করেছে গুগল।
তথ্যসূত্র: এনডিটিভি

আপনার মন্তব্য

আলোচিত