১০ মে, ২০১৫ ০০:০১
এবার বাংলাদেশে চালু হচ্ছে ফ্রি ইন্টারনেট সেবা। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রবি আজিয়াটা ও ফেসবুকের যৌথ উদ্যোগে এই সেবা চালু হচ্ছে। ইন্টারনেট ডট ওআরজির (internet.org) প্রকল্পের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।
রবিবার (১০ মে) থেকে এই সেবা চালুর পর থেকেই প্রযুক্তিপ্রেমীরা ইন্টারনেট ডট ওআরজির মাধ্যমে বিনা খরচে (জিরো ইন্টারনেট) ফেসবুকসহ সংশ্লিষ্ট (নির্দিষ্ট) সেবাগুলো ব্যবহার করতে পারবেন।
এর আগে ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের একটি টিম বাংলাদেশে প্রকল্পটি চালুর বিষয়ে কাজ করে গেছে। ওই কাজের তদারকি করেন প্রকল্পের দক্ষিণ-পূর্ব এশিয়ার সমন্বয়কারী দিপ্তি গোরে।
টিমটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প, ২০টি এনজিও, দুটি জাতীয় দৈনিক, মোবাইলফোন অপারেটরসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে। প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায় ইন্টারনেট ডট ওআরজি কর্তৃপক্ষকে।
যে সকল ওয়েবসাইট রয়েছে এই তালিকায়:
ফেসবুক
ফেসবুক মেসেঞ্জার
উইকিপিডিয়া
প্রথম আলো
শিক্ষক ডট কম
আকু ওয়েদার
আস্ক ডট কম
বিডি নিউজ ২৪
বিডি জবস
বিক্রয় ডট কম
বিং
ইএসপিএন ক্রিক ইনফো
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট
আইসিটি ডিভিশন
মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইট
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট
কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট
আমার দেশ
বেবি সেন্টার অ্যান্ড মামা
ক্রিটিকা লিংক
ফ্যাক্টস ফর লাইফ
গার্ল ইফেক্ট
হেলথ প্রায়োর
মায়া
মাইনেট
সোশ্যাল ব্লাড
সন্ধানী
ওয়াটপ্যাড
ইয়োর মানি
আপনার মন্তব্য