সিলেটটুডে ডেস্ক

১২ মে, ২০১৫ ০৮:৫৮

বাংলাদেশে বিনামূল্যে ইন্টারনেট নিয়ে জুকারবার্গের ফেসবুক পোষ্ট

বাংলাদেশে ফেসবুকসহ কয়েকটি সাইটে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিয়ে নিজের ফেসবুক পেজে পোষ্ট করেছেন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির আবিষ্কারক ও প্রধান নির্বাহি মার্ক জুকারবার্গ।

জুকারবার্গ তার ফেসবুক পোষ্টে উল্লেখ্য করেন Internet.org সাইটের মাধ্যমে বাংলাদেশের রবি মোবাইলের গ্রাহকরা বিনামূল্যে ২৪টি ওয়েবসাইট  ব্যবহারের করে দেয়া হয়েছে। এটি আরেকটি মাইলফলক।

জুকারবার্গ লেখেন, বাংলাদেশে ১৭ কোটিরও বেশি মানুষ আছেন এরমধ্যে মাত্র ১০% এর কিছু বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকেন।

তিনি বলেন, গবেষনা বলে ইন্টারনেট ব্যবহার করে প্রতি ১০ জনের একজন দারিদ্র দূর করতে পারে। কারন এতে রয়েছে কর্মসংস্থানের সুযোগ।

বাংলাদেশের সাংবাদিক জয়ীতার একটি ছবি ব্যবহার করে পোষ্টটি করেন জুকারবার্গ।

আপনার মন্তব্য

আলোচিত