
২৭ মে, ২০১৫ ১৫:৫৫
ঘরোয়া বিনোদনে টেলিভিশন দারুণ জনপ্রিয়। টেলিভিশনের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে কম্পিউটারও হয়েছে প্রাত্যহিক প্রয়োজনীয় ডিভাইস। তবে চাইলেই যে কোনো টেলিভিশন সেটকেই পরিপূর্ণ কম্পিউটারে রূপান্তরিত করা সম্ভব।
এজন্য কার্যকরী ডিভাইস এন্ডলেস ব্র্যান্ডের মিনি পিসি। এতে রয়েছে ডুয়াল কোর সেলেরন প্রসেসর, দুই জিবি র্যাম। মেমোরি ধারণ ক্ষমতায় ৩২ থেকে ৫০০ জিবির মধ্যে তিনটি ভিন্ন মডেলে পাওয়া যাচ্ছে এ খুদে কম্পিউটার।
নির্মাতা প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে- ডিভাইসটি তারা মূলত উন্নয়নশীল বিশ্বের কথা মাথায় রেখে তৈরি করেছে। তবে ডিভাইসটি বাজারে ছাড়তে খানিকটা সময় নেবে নির্মাতা প্রতিষ্ঠান এন্ডলেস। তবে দাম ক্রয়সীমার মধ্যে থাকবে বলেই ধারণা করা যায়।
আপনার মন্তব্য