
০৭ জুলাই, ২০১৫ ০২:৫৮
এর আগে ইন্টারনেট ডটঅর্গ উদ্যোগ দিয়ে ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন বিশ্বের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীর জন্য ইন্টারনেটের মৌলিক সেবা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ চালু করেছে ফেসবুক।
এর মাধ্যমেও যারা এখনও ইন্টারনেটে যুক্ত হতে পারেননি তাদের জন্য এবারে লেজার, ড্রোন, স্যাটেলাইট প্রভৃতির মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে তারা।
এর আগে আলাদা আলাদাভাবে ড্রোন বা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিল ফেসবুক। এর জন্য বেশকিছু ড্রোন ও স্যাটেলাইট কোম্পানিকেও কিনে নেয় তারা। তবে এসব প্রযুক্তির কোনো ব্যবহার এখনও দেখাতে পারেনি ফেসবুক।
ইন্টারনেট ডটঅর্গ প্রকল্পটি মূলত মোবাইল অপারেটর নির্ভর হওয়ায় ইন্টারনেটের সুযোগ থেকে একেবারেই বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য ফেসবুকের এই পরিকল্পনার কথা জানিয়েছেন ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ।
আপনার মন্তব্য