সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৮ ১৬:৫৯

গ্রামীণফোনের কল ড্রপে বাণিজ্যমন্ত্রীর ক্ষোভ

ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কল ড্রপ নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার (২১ অক্টোবর) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, গ্রামীণফোনে একবার কথা শেষ করতে চার–পাঁচবার কল করতে হয়। এটা হতে পারে না। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

কল ড্রপের ঘটনা যাতে না ঘটে বাণিজ্যমন্ত্রী সে জন্য টেলিযোগাযোগমন্ত্রীকে গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

সংসদে প্রশ্নোত্তর শেষে পয়েন্ট অব অর্ডারে বাণিজ্যমন্ত্রী বলেন, ইদানীং দেখা যায় আমরা যারা গ্রামীণফোন ব্যবহার করি, তাঁদের প্রতিটি কলে কল ড্রপ হয়। একেকটি কলে ৩, ৪, ৫ বারও ড্রপ হয়।

আপনার মন্তব্য

আলোচিত