১৯ আগস্ট, ২০১৯ ১৬:১৬
বাংলাদেশি অঞ্চল ফরম্যাট হিসেবে বাংলা ভাষার পাশাপাশি চাকমা ভাষা যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
বাংলাদেশের দ্বিতীয় কোনো অঞ্চল হিসেবে ফেসবুক প্ল্যাটফর্মে চাকমা ভাষা যুক্ত করা হয়েছে।
বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে অন্তত ১০ থেকে ১৫ লাখ চাকমা ফেসবুক ব্যবহারকারী রয়েছে।
ফেসবুকে চাকমা যুক্ত করতে দীর্ঘদিন থেকে কাজ করেছেন জ্যোতি চাকমা। বছরখানেক আগে ফেসবুককে নিজেদের ভাষা যুক্ত করতে অনুরোধ করে লিখিত আবেদন করেন তিনি।
জ্যোতি জানান, ফেসবুকে ভাষা যুক্ত করার প্রক্রিয়াটি দীর্ঘ। এখন অঞ্চল ফরম্যাট হিসেবে চাকমা যুক্ত হয়েছে। পরে চাকমা ভাষা ফেসবুকে যুক্ত হতে পারে। এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।
ফেসবুক সেটিংস থেকে চাকমা অঞ্চল ফরম্যাট সেট করে নেওয়া যাবে। সেটিংস অপশনে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন’ অপশনে এটি পাওয়া যাবে।
উল্লেখ্য, এর আগে গুগল তাদের জিবোর্ডে চাকমা কিবোর্ড যুক্ত করেছে।
আপনার মন্তব্য