
০৪ ডিসেম্বর, ২০১৯ ১০:০৪
গুগলের অ্যালফাবেট ইনকর্পোরেটেড থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির দুই সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।
ল্যারি ছিলেন প্রতিষ্ঠানটির সিইও। সের্গেই কাজ করছিলেন প্রেসিডেন্ট হিসেবে। বিবিসি জানিয়েছে, দুজন এই পদ থেকে সরে দাঁড়ালেও বোর্ডে থাকবেন।
বিবৃতিতে জানানো হয়েছে, ল্যারির পরিবর্তে অ্যালফাবেটের সিইও হবেন সুন্দর পিচাই।
২১ বছর আগে গুগল তৈরি করার পর ল্যারি এবং সের্গেই ২০১৫ সালে অ্যালফাবেট ইনকর্পোরেটেড নামে মূল প্রতিষ্ঠানের কার্যক্রম চালাতে থাকেন।
গুগলের সব কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। গুগল থেকে অ্যালফাবেটে যাওয়ার সময় তারা জানান, নতুন কিছু আবিষ্কারের চেষ্টায় এই পদক্ষেপ তাদের।
এদিকে, মঙ্গলবার এক ব্লগ পোস্টে ৪৬ বছর বয়সী এই দুই প্রযুক্তিবিদ পদত্যাগের ঘোষণা দেন। যৌথ চিঠিতে দুজন বলেছেন, ‘আমরা প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার এবং সহপ্রতিষ্ঠাতা হিসেবে নিবিড় যোগাযোগ রাখব।’
‘আমরা কখনোই ক্ষমতা ধরে রাখতে চাইনি। এই মুহূর্তে গুগল এবং অ্যালফাবেটের কোনো সিইও এবং প্রেসিডেন্ট দরকার নেই।’
আপনার মন্তব্য