সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৯ ২০:১৯

অ্যালফাবেটের সিইও হচ্ছেন সুন্দর পিচাই

সার্চ ইঞ্জিন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পাচ্ছেন গুগলের বর্তমান সিইও ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই।

মঙ্গলবার (২ ডিসেম্বর) গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেইজ এবং সার্গেই ব্রিন অ্যালফাবেটের সিইও এবং প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছেন, ল্যারি পেইজ এবং সার্গেই ব্রিন সিইও এবং প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করলেও কোম্পানির পরিচালনা পর্ষদে থাকবেন। অপরদিকে অ্যালফাবেটের সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন সুন্দর পিচাই।

২০১৫ সালে টেক জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান হিসেবে অ্যালফাবেট প্রতিষ্ঠা করেন ল্যারি পেইজ এবং সার্গেই ব্রিন। গুগলের কার্যক্রম আরও স্বচ্ছ করতে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

ল্যারি পেইজ এবং সার্গেই ব্রিন জানান, এখন সময় কোম্পানির পরিচালনা পর্ষদকে নতুন করে সাজানোর। তাছাড়া গুগল এবং অ্যালফাবেটে আলাদা করে দু’জন সিইও এর প্রয়োজন নেই। এই মুহূর্তে গুগলে সুন্দর পিচাই এর চেয়ে যোগ্যতা সম্পন্ন কেউ নেই, তাই তাকেই অ্যালফাবেটেরও দায়িত্ব দেওয়া হচ্ছে।

৪৭ বছর বয়সী সুন্দর পিচাই ভারতে জন্মগ্রহণ করেন এবং সেখানে বিএসসি করেন। এরপর যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ও পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। ২০০৪ সাল থেকে গুগলে চাকরি করছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত