২৯ ডিসেম্বর, ২০১৯ ২৩:২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য একটি লিংক ফরোয়ার্ড করা হচ্ছে। যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর মেসেঞ্জার ও ফেসবুক আইডি থেকে কিছু তথ্য হাতিয়ে নিয়ে একটি চক্র।
এ প্রসঙ্গে আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবজ্যোতি চৌধুরী বলেন, একটি চক্র মেসেজ দিয়ে ফেসবুক ব্যবহারকারীর মেসেঞ্জার ও ফেসবুক আইডি থেকে কিছু তথ্য হাতিয়ে নিচ্ছে। একটি ছবিটির মতো লিংক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডিতে এরকম মেসেজ পাঠানো হচ্ছে।
এধরনের লিংকে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারীর অজ্ঞাতে স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য তৃতীয় পক্ষে কাছে চলে যাওয়ার কারণে বিভিন্ন সাইট phishing প্রযুক্তির মাধ্যমে তথ্য নিয়ে অপব্যবহার করতে পারে। তাই এধরনের লিংকে কাউকে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহার জরুরি। যদি ভুলবশত কেউ এধরনের লিংকে ক্লিক করে ফেলেন তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাসওয়ার্ড পরিবর্তনেরও পরামর্শ দেন তিনি।
এছাড়াও ছবিটির মতো লিংকটি আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকারও পরামর্শ দেন এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
আপনার মন্তব্য