
০৪ এপ্রিল, ২০২০ ২১:১৬
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে মৌলভীবাজারের কমলগঞ্জের সব মসজিদের মাইকে ৩০ মিনিট অন্তর অন্তর সচেতনতামূলক প্রচারণার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার ( ৪ এপ্রিল) কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এ নির্দেশনা প্রদান করেন। নির্দেশনায় বলা হয়, উপজেলার সকল মসজিদের মাইকে সকাল ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর অন্তর করোনাভাইরাস নিয়ে সচেতনমূলক প্রচারণা চালাতে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, উপজেলার জনসাধারণকে সচেতন করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
আপনার মন্তব্য