সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭ অক্টোবর, ২০১৫ ১৯:২৮

১০ হাজার ডলারে আইএস জঙ্গি!

আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে জড়িত থেকে শুরু করে নিয়োগপ্রাপ্ত ও অনুসারীদের সবাইকে ১০ হাজার ডলার করে সংগঠনটিকে দিতে হয় বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞ এলজেবিয়েটা কারস্কা।

শুক্রবার (১৬ অক্টোবর)  ব্রাসেলসসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কারস্কা আরও জানান, জিহাদীদের মধ্যে যারা ডাক্তার, প্রকৌশলী অথবা যারা সুশিক্ষিত তাদের কাছ থেকে আরো বেশী ডলার আদায় করা হয়।
সিরিয়া ও ইরাকে যুদ্ধে আইএসে যোগ দেওয়া সকল সদস্যদের কাছ থেকে এই ডলার নেয়া হয়েছে।  

চিলির আইনজীবি প্যাট্রটিকা অ্যারিয়েস জানান, আইএস’র নিজস্ব মুদ্রা ড্যায়সের মাধ্যমে অর্থ লেনদেন করা হয়।

বেলজিয়াম সফরের পরে কারস্কা বিশেষজ্ঞ আরো জানিয়েছেন, বেলজিয়ামেও আইএস সদস্যরা তাদের খুঁটি মজবুত করেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের বন্ধু বান্ধব ও আত্মীয়দের দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে।তবে আইএস নিজেদের কাছের মানুষদেরই আগে দলে ভেড়ায়।

ইতিমধ্যেই বেলজিয়ামের অনেক নারীরা দেশ ছাড়ছে আইএস জিহাদীদের বিয়ে করার জন্য কিংবা যুদ্ধে যারা আহত হয়েছে তাদের সেবা করার জন্য।
কারস্কা আরো জানান, আইএস ইতিমধ্যেই ৫শ’র বেশী বিদেশী জিহাদী দলে ঢুকিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত