আন্তর্জাতিক ডেস্ক

১৫ আগস্ট, ২০২০ ২০:১২

আমিরাতের সঙ্গে সম্পর্কচ্ছেদের হুমকি তুরস্কের

ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক মেনে নিতে পারছে না মুসলিম দেশগুলো। কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছে সবাই। তবে এর মধ্যে তুরস্ক আমিরাতের সঙ্গে সম্পর্কচ্ছেদের হুমকি দিয়েছে। শুক্রবার তুর্কি প্রেসিডেন্টের এমন হুমকির কথা জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়ে পর্যালোচনা করছে তুরস্ক। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের এ ধরনের আচরণ ইতিহাস কখনও ক্ষমা করবে না।

এরদোয়া জানান, ‘ফিলিস্তিনের বিরুদ্ধে এই পদক্ষেপ বরদাস্ত করার মতো না। এখন, প্যালেস্টাইন হয় আমিরাতে তাদের দূতাবাস বন্ধ করবে অথবা প্রত্যাহার করে নেবে। একই বিষয় আমাদেরও করা যৌক্তিক।’

বিজ্ঞাপন

‘আমি তাকে (পররাষ্ট্রমন্ত্রী) বলেছি আবুধাবি নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার বা আমাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার দিকেও আমরা পদক্ষেপ নিতে পারি।’

গত ১৩ আগস্ট মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করতে একটি শান্তি চুক্তিতে পৌঁছায় দুই দেশ। এতে মধ্যস্ততা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফিলিস্তিনি নেতারা এই ঘোষণাকে ‘ফিলিস্তিনিদের পিঠে ছুরি মারা’ হিসেবে উল্লেখ করেছেন।

মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা মাহাথির মোহাম্মদ বলেন, ‘এই চুক্তি মুসলিম বিশ্বকে বিভক্ত করবে, লড়াইয়ের মুখোমুখি করে তুলবে এবং তা ইসরায়েলের আগুনেই তেল ঢালবে।’


আপনার মন্তব্য

আলোচিত