আন্তর্জাতিক ডেস্ক

০১ অক্টোবর, ২০২০ ১৩:১৭

ভারতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

ভারতে বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যেও কেন্দ্র সরকার রাজ্যগুলোকে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। খবর রয়টার্স।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের রাজ্যগুলো অক্টোবরের ১৫ তারিখের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়াও, ভারতজুড়ে সিনেমা হলগুলো ৫০ শতাংশ দর্শক বসতে দেওয়ার শর্ত মেনে খুলতে পারবে।

কেন্দ্র সরকার আরও জানিয়েছে, বাবা-মা'র লিখিত অনুমতি পেলেই কেবলমাত্র শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে অংশ নিতে পারবে।

এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৫০০ জন। এর মধ্য দিয়ে, ভারতে মোট করোনা আক্রান্ত হলেন ৬০ লাখ ২৩ হাজার মানুষ। একই সময়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৪৯৭ জনের।

বিজ্ঞাপন

এর আগে, চলতি বছরের মার্চ থেকে কঠোর লকডাউনে গিয়েছিল ভারত। তখন থেকেই করোনার গণসংক্রমণ ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, শপিং মলসহ জনসমাগম হয় এমন সব পরিসর বন্ধের সরকারি নির্দেশনা দেওয়া হয়েছিল।

সম্প্রতি, অর্থনীতি যেনো মুখ থুবড়ে না পড়ে - সেই দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সীমিত পরিসরে সব কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার অংশ হিসেবেই মধ্য অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।

অন্যদিকে, ভারতের অর্থনৈতিকভাবে সবচেয়ে সমৃদ্ধ রাজ্য মহারাষ্ট্রে করোনার প্রকোপ সবচেয়ে বেশি বলে দেশটির রাজ্যভিত্তিক করোনা প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রভাবে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর তালিকায় ভারতের ওপরে রয়েছে কেবলমাত্র যুক্তরাষ্ট্র।

আপনার মন্তব্য

আলোচিত