সিলেটটুডে ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২১ ১৫:৩৫

বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার

বছরের শেষ সূর্যগ্রহণ হবে শনিবার ০৪ ডিসেম্বর। এ পূর্ণ সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যার দিন।

সূর্য ও পৃথিবীর মধ্যে যখন চাঁদ চলে আসে এবং সূর্যকে ঢেকে ফেলে তখন সূর্যের অন্ধকার দিকটি পৃথিবীর দিকে আসে।

ভারতীয় উপমহাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না। তবে ০৪ ডিসেম্বর লাইভ দেখা যাবে এ গ্রহণ। এদিকে অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে স্পষ্ট দেখা যাবে। সূর্যগ্রহণকে এমনিতেই জ্যোতিষমতে অশুভ বলে মনে করা হয়। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।
 

সতর্কতা
•    সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ চোখের সুরক্ষা নিতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে খালি চোখে সূর্যের দিকে তাকালে তাতে চোখের ক্ষতি করতে পারে
•    গ্রহণ দেখার জন্য লেন্সে একটি বিশেষ সৌর ফিল্টার প্রয়োজন
•    সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। পানিতে সূর্যের প্রতিফলনের দিকে তাকাবেন না
•    গ্রহণ দেখার জন্য সাধারণ সানগ্লাস ব্যবহার করবেন না।

আপনার মন্তব্য

আলোচিত