আন্তর্জাতিক ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২১ ১১:৫৯

লেবাননে ফিলিস্তিনি শিবিরে গুলি, নিহত ৩

লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে জানাজার নামাজ আদায়ের সময় গোলাগুলিতে তিন জন নিহত হয়েছেন।

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত এক হামাস সদস্যের জানাজায় অংশ নেয়ার সময় এ ঘটনা ঘটে।

মরদেহ বহনকারী মিছিলটি শিবিরের কবরস্থানে পৌঁছানোর পর হঠাৎ করে ভিড় লক্ষ্য করে গুলি শুরু হয়।

হামাসের দাবি রোববারের এ ঘটনায় নিহতরা তাদের দলের সদস্য।

হামাস কর্মকর্তা রাফাত আল মুররা জানিয়েছেন, গত শুক্রবার লেবাননের বন্দরনগরী টাইরের বাইরে বুর্জ আল-শেমালি শিবিরে এক বিস্ফোরণে নিহত এক ফিলিস্তিনির জানাজায় গুলি চালিয়েছে প্রতিদ্বন্দ্বি গ্রুপ ফাতাহ সদস্যরা। তিনি জানান, এই গুলিতে আরও ছয় জন আহত হয়েছে।

২০০৭ সালে জাতিসংঘের অধীনে অনুষ্ঠিত এক নির্বাচনে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট হামাসের কাছে পরাজিত হয়। এরপরই হামাস ও ফাতাহ পরস্পরের প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠে।

শরণার্থী শিবিরের এক বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, মরদেহ বহনকারী মিছিলটি শিবিরের কবরস্থানে পৌঁছানোর পর হঠাৎ করে ভিড় লক্ষ্য করে গুলি শুরু হয়। এতে তিনজন নিহত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত