আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২২ ১৪:১৯

অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে ‘কার্যকর’

অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ এর টিকার তৃতীয় বা বুস্টার ডোজ অতি সংক্রামক ওমিক্রনসহ করোনাভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের টিকার বুস্টার ডোজ ওমিক্রন, বেটা, ডেল্টা, আলফা ও গামার মত সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারছে। প্রথম দুই ডোজে যারা অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাক্সজিভারিয়া বা এমআরএনএ প্রযুক্তিতে তৈরি কোনো টিকা নিয়েছেন, তাদের শরীরে বুস্টার ডোজে অ্যান্টিবডির পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে টিকা তৈরি করছে অ্যাস্ট্রাজেনেকা। গত মাসে এর বুস্টার ডোজের ল্যাব গবেষণার তথ্য পাওয়া যায়। বুস্টার ডোজ নিয়ে প্রথমবারের মত পরীক্ষামূলক প্রয়োগের ফল বৃহস্পতিবার প্রকাশ করলো অ্যাস্ট্রাজেনেকা।

অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান অ্যান্ড্রু পোলার্ড এক বিবৃতিতে বলেছেন, ‘এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় দেখা যাচ্ছে, একই কোম্পানির প্রাথমিক দুটি টিকার পর তৃতীয় ডোজ কিংবা এমআরএনএ বা নিষ্ক্রিয় টিকার পর বুস্টার নেওয়া হলে কোভিড-১৯ থেকে উচ্চ মাত্রার সুরক্ষা মিলছে।’

আপনার মন্তব্য

আলোচিত