
০৪ জুন, ২০২৪ ১৭:৫৩
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে বর্তমান ক্ষমতাসীন এই দলটি এখন পর্যন্ত ৪২টি আসনের মধ্যে ৩১টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বিজেপি ১০টি আসনে ও কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে।
মঙ্গলবার (৪ জুন) দুপুর ১টা পর্যন্ত ফলাফল গণনায় এমন তথ্য জানা গেছে।
আনন্দবাজার জানায়, নদিয়া এবং মুর্শিদাবাদের পাঁচটি কেন্দ্রের মধ্যে চারটিতে এগিয়ে রয়েছে তৃণমূল।
তারকা প্রার্থীদের মধ্যে বহরমপুরে পিছিয়ে কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী। সেখানে ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূলের ইউসুফ পাঠান।
বর্ধমান-দুর্গাপুরে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে ছাড়িয়ে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজ়াদ। তিনি ৫০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
কৃষ্ণনগরে তৃণমূলের মহুয়া মৈত্র, বীরভূমে শতাব্দী রায়, আসানসোলে শত্রুঘ্ন সিনহা এগিয়ে।
রানাঘাটে বিজেপির জগন্নাথ সরকার, বহরমপুরে নির্মল কুমার সাহা, উত্তর মালদহে খগেন মুর্মু এগিয়ে।
দক্ষিণ মালদহে কংগ্রেসের ইশা খান চৌধুরী এগিয়ে রয়েছেন। পিছিয়ে গেছেন বিজেপির রূপা মিত্র চৌধুরী।
ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তিনি বিজেপির অভিজিৎ দাসের চেয়ে দুই লাখ ৬২ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।
তমলুকে প্রাক্তন বিচারপতি তথা বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
মেদিনীপুরে বিজেপির অগ্নিমিত্রা পালকে পিছনে ফেলে এগিয়ে তৃণমূলের জুন মালিয়া। অগ্নিমিত্রার সঙ্গে তার ভোটের ব্যবধান ৩৬ হাজারের বেশি।
ঝাড়গ্রামে তৃণমূলের কালীপদ সোরেন বিজেপির প্রার্থী প্রণত টুডুর চেয়ে ৪০ হাজার ৮৩৪ ভোটে এগিয়ে।
হুগলিতে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখানে এখন পর্যন্ত চার হাজারের বেশি ভোটে এগিয়ে রচনা।
এ ছাড়া হুগলির অন্য দুটি আসন শ্রীরামপুর এবং আরামবাগে এগিয়ে তৃণমূল প্রার্থীরা।
যাদবপুরে ৯৬ হাজার ভোটে এগিয়ে তৃণমূলের সায়নী ঘোষ।
বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ সামান্য ভোটে এগিয়ে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গের চার আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কেন্দ্র কোচবিহার রয়েছে। এছাড়া বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটেও এগিয়ে রয়েছে তৃণমূল। দার্জিলিং, আলিপুরদুয়ারেও এগিয়ে তৃণমূল।
তাছাড়া, বনগাঁ লোকসভায় এগিয়ে আছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।
ঘাটালে এগিয়ে আছেন তৃণমূলের প্রার্থী অভিনেতা দেব।
বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এগিয়ে রয়েছেন দুই লাখ ৪০ হাজার ৮০৩ ভোটে। দুপুর ১টা পর্যন্ত তার প্রাপ্ত ভোট চার লাখ ৫২ হাজার ৫৫৯। বিজেপির রেখা পাত্র পেয়েছেন দুই লাখ ১১ হাজার ৭৫৬ ভোট।
ব্যরাকপুরে ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে ফেরা অর্জুন সিংহ পিছিয়ে রয়েছেন ১০ হাজার ভোটে। এই আসনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এগিয়ে রয়েছেন।
অন্যদিকে দমদমে এগিয়ে রয়েছেন তৃণমূলের সৌগত রায় ও বারাসতে কাকলি ঘোষ দস্তিদার। বনগাঁয় বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এগিয়ে রয়েছেন ৫০২২ ভোটে।
আপনার মন্তব্য