সিলেটটুডে ডেস্ক

০৫ জুন, ২০২৪ ১১:৪৩

হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে এমপি হলেন অভিনেতা দেব

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ঘাটাল কেন্দ্রে বিপুল ভোটে জয় পেয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব।

বিজেপি সমর্থিত আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে নির্বাচন করা এই তারকা।

ফলাফলে দেখা গেছে, দেব ভোট পেয়েছেন ৮ লক্ষ ৩৭ হাজার ৯৯০টি। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় পেয়েছেন ৬ লক্ষ ৫৫ হাজার ১২২টি ভোট। অর্থাৎ দেব জিতেছেন ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে।

নির্বাচনে জেতার খবরে নিজের অনুভূতি জানিয়ে এই অভিনেতা বলেছেন, ভালোবাসা দিয়েও জেতা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ পোস্ট করে তিনি লিখেছেন ‘আমি বলেছিলাম ভালবাসা দিয়েও জেতা যায়, ধন্যবাদ জানাই ঘাটাল লোকসভার মানুষকে ভালোবাসাকে সমর্থন করার জন্য। আমাদের দলের সব নেতা ও কর্মীদের ধন্যবাদ। এই জয় আপনাদের জয়। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ।’

২০০৯ সালে এই কেন্দ্রের সংসদ সদস্য ছিলেন সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত। সেবারের লোকসভা ভোটে প্রায় দেড় লক্ষ ভোটে তৃণমূলের প্রার্থীকে পরাজিত করেছিলেন। কিন্তু ২০১৪ সালে সিপিএম প্রার্থী সন্তোষ রানাকে বড় ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন তৃণমূল কংগ্রেসের দেব। সেবার বিজেপি খুবই কম ভোট পেয়েছিল।

এদিকে ২০১৪ এবং ২০১৯ পরপর দুবার লোকসভা নির্বাচনে জয়ী হন দেব। আর এবার সেই দেবের বিপরীতেই এই লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন, তার টলিপাড়ার বহুদিনের সহকর্মী হিরণ চট্টোপাধ্যায়।

আপনার মন্তব্য

আলোচিত