
১৩ জুন, ২০২৪ ১২:২৯
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। পাঁচ শিশুসহ আহত হয়েছে আরও ২৯ জন।
বুধবার (১২ জুন) দেশটির স্থানীয় কর্মকর্তারা এ বিষয়ে জানিয়েছেন।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, বুধবার একটি আবাসিক ভবনে হামলায় আহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এর আগে চারজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
জরুরি পরিষেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপের মধ্যে সূক্ষ্মভাবে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে অনুসন্ধান কাজে ব্যবহৃত কুকুরদেরও নিয়ে আসা হয়েছে।
নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলেনস্কির নিজ জেলায় হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে এখনও কোনো মন্তব্য করেনি।
জেলেনস্কি হতাহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রতিদিন, প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাস এটাই প্রমাণ করছে যে ইউক্রেনকে তার অংশীদারদের সঙ্গে মিলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা অবশ্যই শক্তিশালী করতে হবে।’
এদিকে ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৭ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির কাছে সামরিক সহায়তা দেরিতে পাঠানোর জন্য ক্ষমা চেয়েছেন। বাইডেন ইউক্রেনকে নতুন করে আরও ২২৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল; যা দুই বছরের অধিক সময় অতিবাহিত হয়ে গেলেও এখনও চলছে। আর বিশ্বব্যাপীই এ যুদ্ধের প্রভাব পড়ছে।
আপনার মন্তব্য